
| 	
        
			
							
			
			  ময়মনসিংহে জামিয়া গাফুরিয়ার ৭৪ তম সম্মেলন ১৮ ডিসেম্বর  
			
			
	
			
										প্রকাশ:
										১৪ ডিসেম্বর, ২০২৪,  ০৯:৩৪ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ-এর খতমে কুরআন ও খতমে বুখারী শরীফ উপলক্ষ্যে ৭৪তম ইসলামী সম্মেলন আগামী ১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন জামিয়ার ময়দানে বাদ যুহর হতে পরদিন (১৯ ডিসেম্বর) সকাল ৮ টা পর্যন্ত চলবে এই সম্মেলন। বয়ান রাখবেন দেশ বরেণ্য উলামা মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ। মাদরাসাটির সভাপতি আলহাজ্ব লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সাধারণ সম্পাদক, আলহাজ্ব আক্কাছ আলী ভূঁইয়া ও মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী দ্বীনি এ সম্মেলনে অংশ নিতে ধর্মপ্রাণ সকল মুসলমানদের দাওয়াত করেছেন। উল্লেখ্য, সম্মেলনে দূরবর্তী মেহমানদের যাতায়াতের জন্য যানবাহন সংরক্ষণের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। হাআমা/  |