
| 	
        
			
							
			
			  পালিয়ে বিয়ে করেও শেষ রক্ষা হলো না  
			
			
	
			
										প্রকাশ:
										১৩ ডিসেম্বর, ২০২৪,  ১১:৪৮ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 শেরপুর প্রতিনিধি এইচএসসি পাস করা তরুণী প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন তার এক নিকটাত্মীয়কে। কিন্তু ওই তরুণীর বাবা এ বিয়ে মানতে নারাজ। তাই তিনি মেয়ের জামাতাসহ ওই পরিবারের ৪ জনকে অভিযুক্ত করে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মেয়েকে অপহরণের অভিযোগ দাখিল করেন। আদালত ভিকটিমকে উদ্ধারপূর্বক আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করে। পরবর্তীতে পুলিশি ঝামেলা এড়াতে স্বামীকে নিয়ে নিরুদ্দেশ হন ওই তরুণী। কিন্তু পালিয়ে আর কত দিন। অবশেষে বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছায় হাজির হন নকলা থানায়। ঘটনাটি শেরপুরের নকলা উপজেলা গণপদ্দী ইউনিয়নের পিপড়ীকান্দি গ্রামের। ওই তরুণী বলেন, আমি প্রাপ্তবয়স্কা। কেউ আমাকে অপহরণ করেনি। আমি একজনকে ভালবেসে নিজ ইচ্ছায় তাকে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করছি। এ ব্যাপারে নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার মেয়েটি নিজ ইচ্ছায় থানায় হাজির হন। পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।  |