
| 	
        
			
							
			
			  মোটরসাইকেল কেড়ে নিল কলেজছাত্রের প্রাণ  
			
			
	
			
										প্রকাশ:
										১২ ডিসেম্বর, ২০২৪,  ০২:১৭ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্র শাহরিয়ার কাব্য (১৭) নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় এলেঙ্গা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাজশাহীগামী শামীম এন্টারপ্রাইজ বাসের পেছনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দিলে গুরুতর আহত হন দুই বন্ধু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে কাব্য মারা যান । তুহিনের অবস্থাও গুরুতর বলে জানা যায়। নিহত শাহরিয়ার তানভীর কাব্য উপজেলার সদর ইউনিয়নের বন্দুকলিয়া গ্রামের আজহার আলীর ছেলে। এ ঘটনায় আহত হন পৌরসভার খরাবর এলাকার আনছার আলীর ছেলে তানভীর আনছার তুহিন (১৭ বছর)। তারা দুইজনই ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্র ছিল । ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  |