
| 	
        
			
							
			
			  গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চার অটোরিকশাযাত্রীর  
			
			
	
			
										প্রকাশ:
										১২ ডিসেম্বর, ২০২৪,  ১২:৫৫ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাতে সিটি করপোরেশনের বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এই তিনজন হলেন- দুলাল মিয়া (২৭), মো. মামুন (২৮) ও সালেহা আক্তার (২৩)। নিহত বাকি একজনের পরিচয় জানা যায়নি। নিহত মামুন বাসন থানা এলাকার নজরুল ইসলামের ছেলে। নিহত সালেহা আক্তার চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, চান্দনা চৌরাস্তা এলাকায় রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনের আরেকটি কাভার্ডভ্যানের পেছনে লেগে দুই গাড়ির মধ্যে পড়ে। এতে অটোরিকশায় থাকা যাত্রী দুলাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন গুরুতর আহত হন। আশপাশের লোকজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তিনজন মারা যান। দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম। বলেন, দুর্ঘটনার পর পুলিশ ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করেছে।  |