
| 	
        
			
							
			
			  নড়াইলে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর  
			
			
	
			
										প্রকাশ:
										১১ ডিসেম্বর, ২০২৪,  ০২:৪৩ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 নড়াইল প্রতিনিধি নড়াইলে তিনটি অবৈধ ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইলের লোহাগড়া উপজেলার তিনটি ইটভাটা সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়। গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো- লোহাগড়ার মানিকগঞ্জ বাজার এলাকার সনাতন পদ্ধতির ড্রাম চিমনিবিশিষ্ট স্টোন ইটভাটা এবং শিয়রবর বাজার এলাকার সুরমা ও সততা ইটভাটা। এসব ভাটার সব কাচা ইট ভেঙে ফেলা হয়। এছাড়া ভাটার চুল্লি গুঁড়িয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া, এসআই তরিকুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর নড়াইল সদর উপজেলা প্রশিক্ষক শুভ মালাকারসহ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ব্যাটালিয়ন আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। পর্যায়ক্রমে অবৈধ ইটভাটাগুলোও গুঁড়িয়ে দেয়া হবে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক আসিফুর রহমান।  |