
| 	
        
			
							
			
			  পানছড়ি সড়ক সংস্কারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন  
			
			
	
			
										প্রকাশ:
										১০ ডিসেম্বর, ২০২৪,  ০৮:৫৯ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 নুরুল কবির আরমান, খাগড়াছড়ি খাগড়াছড়ি-পানছড়ি সড়ক দ্রুত সংস্কার ও পূর্ণ নির্মাণের দাবিতে মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (১০ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে পানছড়ি উপজেলার সর্বসাধারণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। পানছড়ি বাজার উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিনের সভাপতিত্বে ও পানছড়ি সমিতির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় জেলা দুর্নীতি কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, পানছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্র সমন্বয়ক মনির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তাগণ বলেন, ২০২৩ সালের ডিসেম্বর মাসে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদার সড়কের নির্মাণ কাজ শেষ করেননি।২৫ কিলোমিটার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ১০ জানুয়ারির মধ্যে সড়কের সংস্কার কাজ শুরু না হলে সড়ক বিভাগ ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এনএ/  |