
| 	
        
			
							
			
			  মাসিক নকীব পদক প্রদান-২০২৪ অনুষ্ঠান আগামী বুধবার  
			
			
	
			
										প্রকাশ:
										১৬ নভেম্বর, ২০২৪,  ০৭:৩৫ বিকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 শিশুকিশোর ম্যাগাজিন মাসিক নকীব পদক প্রদান-২০২৪ আগামী ২০ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন বিকাল আড়াইটায় রাজধানীর পল্টন টাওয়ার ঢাকা ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এ পদক প্রদান অনুষ্ঠিত হবে। এছাড়া, জাতীয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন: ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে থাকবেন 
 আমন্ত্রিত অতিথি: 
 অনুষ্ঠানে ম্যাগাজিনটির সাবেক সম্পাদকমণ্ডলীর সভাপতিবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন: যোবায়ের হোসাইন, কেএম আতিকুর রহমান, শেখ ফজলে বারী মাসউদ, বরকত উল্লাহ লতিফ, এস. এম. মাইনউদ্দীন জাহাঙ্গীর, মুহাম্মাদ আরিফুল ইসলাম, নুরুল ইসলাম আল-আমীন, জি.এম. রুহুল আমিন, শেখ ফজলুল করীম মারুফ, এম. হাছিবুল ইসলাম, নূরুল করীম আকরাম, শরিফুল ইসলাম রিয়াদ। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন: মুহা. মেহেদী হাসান (সম্পাদক, মাসিক নকীব) ও জিয়াউল আশরাফ (নির্বাহী সম্পাদক, মাসিক নকীব)। সভাপতিত্ব করবেন: নূরুল বশর আজিজী (সম্পাদকমন্ডলীর সভাপতি, মাসিক নকীব)। হাআমা/  |