
| 	
        
			
							
			
			  ইসলামী বইমেলার আমূল সংস্কারের দাবিতে ‘প্রতিবাদী বইপাঠ’ কর্মসূচী  
			
			
	
			
										প্রকাশ:
										১৪ সেপ্টেম্বর, ২০২৪,  ০৮:৫২ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 সাংস্কৃতিক স্বৈরাচার মোকাবেলা ও ইসলামিক ফাউন্ডেশনের ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের অংশ হিসেবে ইসলামী বইমেলার আমূল সংস্কারের দাবিতে প্রতিবাদী বইপাঠ কর্মসূচীর উদ্যোগ নিয়েছে লেখক-পাঠক ও ছাত্রজনতা। বইমেলা বাস্তবায়ন কমিটির স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে এবং লেখক-পাঠক-প্রকাশকবান্ধব বইমেলার দাবিতে রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ইফার সামনে (বাইতুল মোকাররম উত্তর গেইট) এ কর্মসূচি পালিত হবে। আয়োজকবৃন্দ বলেন, প্রতি বছর রবিউল আইয়াল মাসে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা অনুষ্ঠিত হয়। কিন্তু লেখক-পাঠক-প্রকাশকের আশা-আকাঙ্খা বরাবরই খেয়াল রাখে না কর্তৃপক্ষ। তাই, ইসলামি বইমেলার আমূল সংস্কারের দাবিতে এবং বইমেলাকে আন্তর্জাতিক সিরাত বইমেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে আমাদের এ আয়োজন। বই হাতে এ কর্মসূচিতে অংশ নিতে দেশের খ্যাতিমান লেখক, সংগঠক, সম্পাদক, সাংবাদিক, এক্টিভিস্ট, পাঠক ও বিপ্লবী ছাত্রজনতার উন্মুক্ত আহবান জানিয়েছেন আয়োজকরা। হাআমা/  |