নিখোঁজ ফাহমিদা’র সন্ধান চায় পরিবার
প্রকাশ:
১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মোসাম্মৎ ফাহমিদা জেরিন ১৩ বছর বয়সী এক শিশু হারানো গিয়েছে। নিখোঁজ এই শিশুর সন্ধান চায় তার পরিবার। ফাহমিদার বাবার নাম জাকির হোসেন এবং মায়ের নাম রুবী আক্তার। গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী। জানা যায়, সে গত ৫/৮/ ২০২৪ তারিখ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯-১০ টার দিকে কাঁচপুর মনজিল খোলা থেকে হারানো গিয়েছে। তার উচ্চতা ৪ ফিট। গায়ের রং কালো। হারানোর সময় মাথায় কালো হিজাব আর পরনে হালকা গোলাপি ফ্রক ছিল। যদি কোনো হৃদয়বান ব্যাক্তি তাকে পেয়ে থাকেন নিম্ন মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ: 01731155012, 01739691875 কেএল/ |