
| 	
        
			
							
			
			  ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তথ্য জানাতে হটলাইন নম্বর চালু  
			
			
	
			
										প্রকাশ:
										১২ আগস্ট, ২০২৪,  ০৮:৩০ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হামলার বিষয়ে তথ্য জানাতে একটি হটলাইন নম্বর চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ সোমবার ১২ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে, মন্দির, গীর্জা, প্যাগোডা বা অন্য কোন ধর্মীয় প্রতিষ্ঠানে দুর্বৃত্ত কর্তৃক হামলা বা আক্রান্ত হলে তার তথ্য ০১৭৬৬-৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে ফোন বা ক্ষুদে বার্তার মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় জনগণকে তাৎক্ষণিক সহায়তার জন্য এই নম্বরটি ব্যবহার করতে উৎসাহিত করেছে। এছাড়াও এই জাতীয় কোন হামলার প্রত্যক্ষদর্শী বা অভিজ্ঞতা পেলে লিখিত বার্তা দিতেও উৎসাহিত করেছে। এনএ/  |