সংখ্যালঘুদের বাড়ি উপাসনালয় পাহারায় আলেমরা
প্রকাশ:
১০ আগস্ট, ২০২৪, ০৭:৫০ বিকাল
নিউজ ডেস্ক |
ফুলপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ও উপসনালয়গুলো রাত জেগে পাহারা দিচ্ছেন আলেম সমাজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইত্তেফাকুল উলামা সংগঠনের ডাকে আলেমগণ এ দায়িত্ব পালন করছেন। এশার নামাজের পর থেকে আলেমগণ পালাক্রমে দল বেধে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ও তাদের উপাসনালয়গুলোর পাশে অবস্থান নেন। রাতভর পাহারা শেষে সকালে নিজ বাড়ি ও কর্মস্থলে ফিরছেন। ইত্তেফাকুল উলামা ফুলপুর শাখার সহ সভাপতি মাওলানা মোবাশ্বির হোসাইন সাকি জানান, শঙ্কামুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। এনএ / |