আলেমদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রকাশ: ২৫ জুলাই, ২০২৪, ০৬:৪৭ বিকাল
নিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা বন্ধ ও দেশের পরিস্থিতি স্থিতিশীলতার জন্য আলেমদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (২২ জুলাই) রাতে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে দেশের শীর্ষ আলেম ও বিভিন্ন ইসলামিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে আলেমদের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সহিংসতা বন্ধ ও দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করবেন বলে জানিয়েছেন আলেমরা।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কুরআন-হাদিস বিরোধী কোনোকিছু করব না বলে আগেই ওয়াদা দিয়েছিলাম। সেই ওয়াদায় আমরা অটল রয়েছি। আলেমরা সবসময় যেসব বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন আমরা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করেছি। অতীতে জঙ্গিবাদ মোকাবিলায় আপনারা যেভাবে সরকারকে সহায়তা করেছেন চলমান সহিংসতা বন্ধ ও অচলাবস্থা নিরসনেও আপনাদের ভূমিকা প্রত্যাশা করছি।

ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন, হেফাজতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের সহসভাপতি মাওলানা ইয়াহয়া মাহমুদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা লোকমান মাজহারী প্রমুখ।

এনএ/