কোটা বহালের রায় বাতিল চেয়ে সরকারের আপিল
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৪, ০৬:৪৯ বিকাল
নিউজ ডেস্ক

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে সরকার।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে আপিলের বিষয়টি নিশ্চিত করেছে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা।

এর আগে, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা বলেছিলেন, আজ লিভ টু আপিল দায়ের করা হবে। লিভ টু আপিল দায়েরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গত রোববার (১৪ জুলাই) কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করেন।

এ রায় প্রকাশের পর সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগ আদেশ দিয়েছেন কোটার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে। আগামী ৭ আগস্ট শুনানির দিন রেখেছেন। তাই আপাতত হাইকোর্টের রায় কার্যকর হবে না।

কেএল/