
| 	
        
			
							
			
			  প্রাইভেট হাসপাতাল-ডায়াগনস্টিকে সেবার মূল্য নির্ধারণ করা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী  
			
			
	
			
										প্রকাশ:
										২৫ জুন, ২০২৪,  ০৭:২৪ বিকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘বেসরকারি পর্যায়ে সকল রোগ নির্ণয় ও স্বাস্থ্য সেবার ফি নির্ধারণ করে দেওয়া হচ্ছে। প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগ নির্ণয় ফি নির্ধারণসহ তা যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর সেবার মূল্যের ফি নির্ধারণের জন্য কার্যক্রম চলমান রয়েছে।’ মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। সরকারি দলের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালের অবকাঠামোগত বৈদ্যুতিক লাইনের সমস্যা এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল ঘাটতিতে অনেক সময় বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে হাসপাতালগুলোতে নতুন যন্ত্রপাতিও অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে পারে। তবে যন্ত্রপাতিগুলো দ্রুত চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে।’ আওয়ামী লীগের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে ১৪ হাজার ৮৯০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা রয়েছে। 
 
 এর মধ্যে আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় চারটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং দুইটি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে। হাআমা/  |