
| 	
        
			
							
			
			   খুতুবাতে আইয়ূবী’র পাঠ উন্মোচন শনিবার  
			
			
	
			
										প্রকাশ:
										৩১ মে, ২০২৪,  ১২:৩১ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 সুলতানুল ওয়ায়েজিনখ্যাত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী'র হৃদয়ছোঁয়া বয়ান সংকলন ‘খুতুবাতে আইয়ূবী’এর পাঠ উন্মোচন হতে যাচ্ছে আগামীকাল। জানা যায়, শনিবার (০১ জুন) সকাল ৯টায় ঢাকার অদূরে সাভার মারকাযুত তারবিয়াহ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। উপস্থিত থাকবেন দেওনার পীর অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী , দারুল আরকাম মাদরাসার পরিচালক শায়েখ সাজিদুর রহমান, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যাত্রাবাড়ী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হেমায়েত উদ্দিন, বনশ্রী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ। এছাড়া আরো উপস্থিত থাকবেন তরুণ ওলামায়ে কেরাম, লেখক, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও স্কলারগণ। 
  |