পঞ্চম দফায় ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৪, ১২:২৯ দুপুর
নিউজ ডেস্ক

আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।  এনিয়ে চলতি এপ্রিলেই টানা পাঁচবার সতর্কবার্তা আসলো সংস্থাটির তরফ থেকে।

রোববার আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ৭২ ঘণ্টার জন্য জারি করা এই সতর্কবার্তা থাকাকালীন সময়ে তাপমাত্রা আরও বাড়তে পারে৷ যাতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড তাপমাত্রাও ছুতে পারে।

তবে, মে মাসের শুরু নাগাদ রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানান তিনি।

 আগামী ২ মে থেকে সারা দেশের কিছু কিছু জেলায় বৃষ্টিপাত শুরু হবে।
গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়। এরপর থেকে কয়েক ধাপে তা বাড়ায় আবহাওয়া অফিস।

এনএ/