মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে তদন্তভিত্তিক বিচারের দাবি ইসলামী আন্দোলনের
প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৪, ০৩:৫৬ দুপুর
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, মন্দিরে যারা আগুন দিয়েছে, সরকারের প্রতি অনুরোধ থাকবে তাদের বিরুদ্ধে তদন্তভিত্তিক বিচার করার। একই সঙ্গে যারা শ্রমিক হত্যা করেছে, বাংলার মাটিতে তাদেরও বিচার করতে হবে।

শুক্রবার (২৬ এপ্রিল) বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, নওয়াব সলিমুল্লাহর দেওয়া জমিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, সে বিশ্ববিদ্যালয়ে পূজা চলে, মঙ্গল শোভাযাত্রা চলে। অথচ ইফতার মাহফিল হতে পারে না, ইস্তিসকার দোয়া হতে পারে না, এসব অন্যায় বাংলার মুসলমানরা মেনে নেবে না।

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, আগামী বুধবারের মধ্যে যদি হত্যাকারীদের বিচার সরকার না করে, তাহলে বাংলার মুসলমানরা এমন আন্দোলন শুরু করবে, যা দমানোর ক্ষমতা এ সরকারের থাকবে না।

এনএ/