
| 	
        
			
							
			
			  কর্ণফুলীতে চিনির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট  
			
			
	
			
										প্রকাশ:
										০৪ মার্চ, ২০২৪,  ০৭:২৮ বিকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 চট্টগ্রামের কর্ণফুলীতে এস.আলম চিনির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার ইছানগর এলাকার এস. আলম গ্রুপের চিনির কারখানায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্ণফুলী, আনোয়ারা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি। তিনি বলেন, ‘বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এনএ/  |