৬ দাবিতে আগামীকাল ঢাকায় সংবাদ সম্মেলন করবে হেফাজতে ইসলাম
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০৩ বিকাল
নিউজ ডেস্ক

সমসাময়িক নানা দাবিতে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে দেশের অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আগামীকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় ঢাকার পল্টনস্থ ফেনী সমিতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংগঠনটির প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ জাতীয় শিক্ষা কারিকুলামে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয় বাতিল, ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন-২০২৩ (খসড়া) পাশ না করতে, কাদিয়ানিদের সালানা জলসা বন্ধ, মাওলানা মামুনুল হকসহ আলেম উলামাদের মুক্তি, হেফাজতের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং হেফাজতের ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করবে।

মুফতী কিফায়াতুল্লাহ আজহারী আওয়ার ইসলামকে জানান, আগামীকালের সংবাদ সম্মেলনে আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, সহকারী সহসভাপতি মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা জুনায়েদ আল হাবিবসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

কেএল/