খতমে নবুওয়াতের সভায়  ৪ দাবি ও ৯ কর্মসূচি 
প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৪, ০৭:২৩ বিকাল
নিউজ ডেস্ক

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ পঞ্চগড়ে কাদিয়ানিদের সালানা জলসা বন্ধসহ রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করার দাবি জানিয়ে বলেন, 'আহমদীয়া মুসলিম জামাত' নামধারী কাদিয়ানিরা আগামী ২৩,২৪ ও ২৫ ফেব্রুয়ারি পঞ্চগড়ে সালানা জলসার নামে ইসলাম ধর্মের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের মঞ্চ প্রস্তুত করেছে।

এই সম্মেলন বন্ধ করতে আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমরা মুসলমান। আমাদের বিশ্বাস হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল।

তারপরে নতুন করে কেউ নবী রাসুল হিসেবে আগমণ করবে না। এটা কুরআন-সুন্নাহ ইজমা-কিয়াসের সর্বসম্মত বক্তব্য। উপরোক্ত বিষয়টি দ্বীন ইসলামের মৌলিক বিশ্বাস। যা অস্বীকার করলে বা সন্দেহ পোষণ করলে ঈমান থাকে না।

অথচ তথাকথিত 'আহমদীয়া মুসলিম জামাত' নামধারী কাদিয়ানিরা নিজেদের মুসলিম দাবি করলেও উল্লেখিত বিশ্বাসটি অস্বীকার করে। যার ফলে তারা মুসলমানদের ধর্ম বিশ্বাস থেকে বের হয়ে যায়। তাদের নতুন এক ধর্ম বিশ্বাস প্রতিষ্ঠিত হয়, সেটা হল কাদিয়ানি ধর্মমত।

সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধিরা বলেন,  রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে এবং ইসলামের নামে তাদের সকল প্রকাশনা, প্রচার-প্রচারণা নিষিদ্ধ করতে হবে, ইসলামি পরিভাষা ব্যবহার করা অমুসলিমদের জন্য সম্পূর্ণ অবৈধ।

অতএব ইসলামের সকল পরিভাষা যেমন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, আজান, ইকামত, নবী, মাহদি শব্দ ইত্যাদি তাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানান।

সম্মেলন থেকে তারা ৪ দফা দাবি পেশ করে ৯ কর্মসূচি ঘোষণা করেন। 

দাবি :

১. অনতিবিলম্বে পঞ্চগড়ে কাদিয়ানিদের আগামী ২৩ ২৪ ও ২৫ ফেব্রুয়ারির কথিত 'সালানা জলসা' বন্ধ করতে হবে।

২. ১৯৯৩ সালে বাংলাদেশ হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ আব্দুল জলিল ও বিচারপতি মোঃ ফজলুল করীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইনের দৃষ্টিতে কাদিয়াননিরা অমুসলিম বলে যে রায় প্রদান করেছেন অতি সত্ত্বর তা জাতীয় সংসদে বিল পাস করে কাদিয়ানিদের অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে।

৩. ইসলামের নামে তাদের সকল প্রকাশনা, প্রচার ও প্রচারণা নিষিদ্ধ করতে হবে।

৪. ইসলামি পরিভাষা ব্যবহার করা অমুসলিমদের জন্য সম্পূর্ণ অবৈধ। অতএব ইসলামের সকল পরিভাষা যেমন কালিমা, নামাজ,

রোজা, হজ্ব, মসজিদ, আযান, ইকামাত, নবী, মাহদী, মাসীহ, খেলাফত ইত্যাদি তাদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে।

কর্মসূচি:
১. সারাদেশে একই সময় 'ঈমান বাচাঁও লিফলেট' বিতরণ। 
২. জেলাভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা।
৩. কাদিয়ানি ধর্ম কর্তৃক আক্রান্ত জেলাগুলোতে২৫ দাওয়াতি কার্যক্রম পরিচালনা।
৪. প্রত্যেক জেলার জনপ্রতিনিধিদের সাথে আকিদায়ে খতমে নবুওয়াত নিয়ে মতবিনিময়।
৫. দেশের প্রত্যেক জেলার প্রশাসনিক কর্মকর্তাদের খতমে নবুওয়াত ফাইল প্রদান।
৬. জেলাভিত্তিক ডিসি বরারব স্মারকলিপি প্রদান।
৭. জেলা ও বিভাগওয়ারী সম্মেলন।
৮.সারাদেশে একই সময়ে মানববন্ধন কর্মসূচি।
৯. ঢাকায় জাতীয় মহাসমাবেশ।

উপস্থিত ছিলেন, সংগঠনটির নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা এমদাদুল হক (শায়খে বালিয়া), মাওলানা খুরশিদ আলম কাসেমি, মাওলানা আব্দুল লতিফ ফারুকি, মুফতি হাবিবুর রহমান কাসেমি (নাজিরহাট), মুফতি মোহাম্মদ আলী, মাওলানা বশির আহমদ, মুফতি নেছার আহমদ, হাফেজ মাওলানা আলী আকবর কাসেমি, মাওলানা নুরুল হক হামিদি, মুফতি মাহবুবুর রহমান (নবাবগঞ্জী), মাওলানা মাহমুদুল আলম (পঞ্চগড়), মাওলানা মোস্তাফিজুর রহমান মুমতাজী, মাওলানা আবু জাফর কাসেমি, মাওলানা ইমদাদুল ইসলাম (গেন্ডারিয়া) মাওলানা আতাউল্লাহ বুখারী (পীর পাঙ্গাসিয়া), মহাসচিব মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীন,যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমি, মুফতি ফয়জুল্লাহ আশরাফি, মাওলানা আবুল কাশেম আশরাফি, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মাওলানা হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান, হাফেজ মাওলানা আহমদ উল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা নেয়ামত উল্লাহ, দফতর সম্পাদক মাওলানা আবু ইউসুফ, প্রচার সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ নোমানী, সহ-প্রচার সম্পাদক মুফতি মনিরুজ্জামান মাহমুদী, মুফতি আব্দুল্লাহ ফিরোজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, সহ-আইন বিষয়ক সম্পাদক মুফতি হেলাল আমীন, প্রকাশনা সহ সম্পাদক মুফতি মেরাজ হোসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আবদুল গাফফার, কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মোহাম্মদ রুহুল আমিন, আলহাজ্ব মুফতি ইমরানুল বারী সিরাজী, ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, সেক্রেটারি মাওলানা শফিক সাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হামিদী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সানাউল্লাহ খান, প্রচার সম্পাদক মুফতি ইমাদ উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুফতি জাকির কাসেমি, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ আনোয়ারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল বারাকাত,ঢাকা জেলা উত্তরের সহ সভাপতি মুফতি আলী আশরাফ তৈয়ব, কদমতলী থানা সভাপতি মাওলানা মুর্শিদুল আলম, সেক্রেটারি হাফিজ আহমদ আমিনী, শ্যামপুর থানা সেক্রেটারি মুফতি দেলাওয়ার হোসাইন, ঢাকা মহানগরের এইচ এম মনিরুজ্জামান, মুফতি আসাদুল্লাহ জাকির,সাভার থানা সেক্রেটারি মুফতি আমিনুল ইসলাম কাসেমি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব সৈয়দ জহির উদ্দীন, মানিকগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি দীন মোহাম্মদ (পীর জায়গীর), মুফতি মাসুদুর রহমান আইয়ুবী, পটুয়াখালী জেলা সভাপতি মাওলানা আব্দুল হক কাওসারী, সিলেট জেলা সেক্রেটারি সৈয়দ সালিম কাসেমি, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আবু সালেস সাদী, সেক্রেটারি মাওলানা জাবের আল হুদা চৌধুরী, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা রশিদুর রহমান ফারুক বর্ণভী (পীর বরুণা), সেক্রেটারি মাওলানা জামিল আহমদ আনসারী, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল বাছির, সেক্রেটারি মাওলানা আব্দুল ওয়াহাব, পিরোজপুর জেলা সভাপতি মাওলানা জাকির হোসেন, সেক্রেটারি মাওলানা ফেরদাউস আহমাদ, মুফতি মাহবুবুর রহমান জিয়া (মুন্সিগঞ্জ) মাওলানা আবু বক্কর সিদ্দিক (সিরাজগঞ্জ) প্রমুখ।

এনএ/