মিয়ানমারের ২৭৬ সেনা সদস্য ভারতে পালালেন
প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৪, ১০:৫৯ দুপুর
নিউজ ডেস্ক

সশস্ত্র বিদ্রোহীদের অগ্রগতির মুখে সীমান্ত পেরিয়ে ২৭৬ জন সেনা সদস্য ভারতে পালিয়েছেন। ভারতীয় আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা গতকাল শুক্রবার এ কথা জানান।

গত বছরের নভেম্বর থেকে বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি (এএ) মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালানো শুরু করেছে। ভারতীয় সীমান্তের কাছে মিয়ানমারের কিছু অংশ দুই পক্ষের সংঘাতের জেরে উত্তপ্ত হয়ে রয়েছে।

গত সপ্তাহে বিদ্রোহীগোষ্ঠীটি জানায়, তারা ভারতের মিজোরাম সীমান্তসংলগ্ন পালেতওয়া শহর এবং ছয়টি সামরিক ঘাঁটি দখল করেছে।

সেখান থেকেই গত বুধবার সেনারা সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে পালিয়েছেন। আসাম রাইফেলস আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, মিয়ানমারের সেনাদের তাঁদের নিজ দেশে ফেরত পাঠাতে নয়াদিল্লিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছেন তাঁরা। 

সূত্র :  এএফপি

এনএ/