ইরান-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বলছে আফগানিস্তান
প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৯ বিকাল
নিউজ ডেস্ক

ইরানের অভ্যন্তরে ঘাঁটি করা পাকিস্তানবিরোধী সন্ত্রাসী ঘাঁটি  লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসলামাবাদ

ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানে ইরানের বিমান হামলা চালানো নিয়ে উত্তেজনার মধ্যে এ হামলা হয়েছে।

ইরান-পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা নিয়ে কথা বলেছে তুরস্ক আফগানিস্তান।

বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরান ও পাকিস্তান এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে চায় না।

জর্ডানে এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন, আমি উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তুরস্ক সুপারিশ করেছে, পক্ষগুলি যেন আর সামনে অগ্রসর না হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ফিরিয়ে আনা উচিত।

এদিকে তেহরান ও ইসলামাবাদের মধ্যকার উত্তেজনা নিয়ে কথা বলেছে প্রতিবেশী আফগানিস্তান। তালেবান সরকার পাকিস্তান ও ইরানে হামলাকে ‘উদ্বেগজনক’ আখ্যা দিয়ে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে

এনএ/