পিএস দেবে সরকার, পছন্দের এপিএস পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৫ বিকাল
নিউজ ডেস্ক

পছন্দ মতো একান্ত সচিব (পিএস) না পেলেও সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিতে পারবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। তবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর প্রথম শ্রেণির কর্মকর্তার পদে আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালের আগে মন্ত্রীরা পছন্দের ব্যক্তিকে পিএস হিসেবে পেলেও নানা অভিযোগে সদ্য বিদায়ী মন্ত্রিসভার সদস্যরা সে সুবিধা পাননি। সরকারই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পিএস নির্ধারণ করে দিয়েছিল। এবারও তেমনটাই হচ্ছে। 

ইতোমধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন ছয়জন। তবে এপিএস হিসেবে নিজেদের পছন্দের মানুষকে নিয়োগ দিতে মন্ত্রিসভার সদস্যদের শুধু মনে রাখতে হবে, যিনি এপিএস হচ্ছেন, তার যেন প্রথম শ্রেণির কর্মকর্তার পদে আবেদন করার ন্যূনতম যোগ্যতা থাকে। 

এনএ/