চোখ লাল হওয়ার কারণ ও প্রতিকার
প্রকাশ: ০৪ জানুয়ারী, ২০২৪, ০৫:১৩ বিকাল
নিউজ ডেস্ক

অনেকেই সকালে ঘুম থেকে উঠে দেখেন চোখ দুটো লাল। কী কারণে এমনটি হয় সেটিও অজানা অনেকের কাছে। বিভিন্ন কারণে চোখ লাল হতে পারে। দ্রুত সমাধানের জন্য অবহেলা না করে অবশ্যই চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

চোখ লাল হওয়ার উল্লেখযোগ্য কারণ :

১। অতিরিক্ত ধুলাবালুর মধ্যে থাকার কারণে অ্যালার্জি থেকে চোখ লাল হতে পারে। 

২। চোখে কোনো আঘাত লাগলে বা কিছু পড়লে চোখ লাল হতে পারে।

৩। যারা হাঁপানির সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে হাঁপানি বেড়ে গেলে চোখ লাল হয়।

৪। যারা কনটাক্ট লেন্স ব্যবহার করেন তাদের লেন্সের মেয়াদ পার হয়ে গেলে সমস্যা হতে পারে। এমনকি চোখ লালও হতে পারে।  

৫। বয়ঃসন্ধিকালে অনেক সময় সঠিক পাওয়ারের চশমা ব্যবহার না করার জন্য কিশোর-কিশোরীদের চোখ লাল হয়ে পড়ে।

প্রতিকার

১। যে কারণেই চোখ লাল হউক না কেনো নিজ থেকে কোনো আইড্রপ ব্যবহার করা যাবে না। বরং আরাম পেতে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার রুমাল ভিজিয়ে তা চোখের ওপর দিয়ে রাখুন। 

২। দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইল ব্যবহার করলে আধা ঘণ্টা অন্তর বিরতি নেওয়ার চেষ্টা করুন।

৩। যেসব খাবার চোখে অ্যালার্জির সমস্যা সৃষ্টি করে সেগুলো কম খাওয়ার চেষ্টা করুন। 

চিকিৎসা

যে নির্দিষ্ট কারণের জন্য চোখ লাল হচ্ছে, তা নির্ধারণ করতে প্রয়োজনীয় পরীক্ষা করা উচিত। অবহেলা না করে যত দ্রুত সম্ভব চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

এনএ/