স্পেনে ইউনাইটেড ইয়াং মুসলিম বার্সেলোনার দ্বিবার্ষিক সম্মেলন
প্রকাশ: ০১ জানুয়ারী, ২০২৪, ১০:০৯ দুপুর
নিউজ ডেস্ক

স্পেনের পর্যটন নগরী খ্যাত বার্সেলোনায় ‘ইউনাইটেড ইয়াং মুসলিম বার্সেলোনা’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) স্থানীয় বেপারি রেস্টুরেন্টে দুই অধিবেশনের সম্মেলনে প্রথম অধিবেশনে সদ্য বিদায়ী কার্যকরী কমিটির সভাপতি হাফিজ মাওলানা মুখতার আহমেদের সভাপতিত্বে ও শাহ রবিউল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ, সদ্য সাবেক সাধারণ সম্পাদক হাফিজ হাসান তালুকদার রাজা, সাবেক সিনিয়র সহ সভাপতি কামাল হুসাইন, সাবেক সহ সভাপতি ইসরাক আলি, সিদ্দিকুর রহমান, শেখ মনিরুজ্জামান কিরণ, স্পেন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি বনি হায়দার মান্না, ৫২ বাংলা টিভির ডিরেক্টর সালাউদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা টিভির সাংবাদিক ইমরুল ইসলাম পলাশ, তৌফিকুল ইসলাম পূলক প্রমুখ।

বক্তারা ইসলামের খেদমতে তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। এসময় তারা বলেন, বিশ্ব দরবারে ইসলামের পতাকা উজ্জীবিত করার প্রধান দায়িত্ব তরুণদের হাতে। কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা এখনকার সময়ে বিরাট এক চ্যালেঞ্জ। পাপাচার হতে মুক্ত থেকে দ্বীনের কাজে নিজেকে সঁপে দেওয়া ও অন্যকে অনুপ্রাণিত করতে তরুণ সমাজের ভূমিকা পালন করতে হবে। এ ছাড়াও বার্সেলোনায় ভবিষ্যৎ মুসলিম প্রজন্মের জন্য উপযুক্ত পরিবেশ গঠনে জোর দেন উপস্থিত অতিথিরা।

 

দ্বিতীয় অধিবেশনে সংগঠনের উপদেষ্টা নজমুল হোসেনের সভাপতিত্বে ও প্রধান নির্বাচন কমিশনারের সম্মতিতে ২০২৪-২৫ বছরের কার্যকরী কমিটি ঘোষণা করেন সদ্য সাবেক সভাপতি হাফেজ মুক্তার আহমেদ। ইসরাক আলীকে সভাপতি ও শাহ রবিউল হুসাইনকে সাধারণ সম্পাদক করে পরবর্তী দুই বছরের সংগঠনের আংশিক কমিটি অনুমোদন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন– সিনিয়র সহ সভাপতি কামাল হুসাইন, সহ সভাপতি রাকিবুল হাসান নজমুল সহ সভাপতি হাসান তালুকদার রাজা, সহ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শাহ তৌফিকুল ইসলাম পুলক, অর্থ সম্পাদক জালাল আহমদ, প্রচার সম্পাদক শেখ মনিরুজ্জামান কিরণ, সহ প্রচার সম্পাদক সেবুল আহমদ, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম দিপু, সহ অফিস সম্পাদক সাজিদ আহমদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক মুজিবুল ইসলাম ঝুমন, সহ তথ্য প্রযুক্তি সম্পাদক আলি হুসেন, সমাজ কল্যাণ সম্পাদক আশাদ আলি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বদরুল ইসলাম, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, সহ ক্রীড়া সম্পাদক উজ্জল আহমদ, অভিবাসন সম্পাদক হাফিজ আব্দাল হুসাইন, সহ অভিবাসন সম্পাদক হেমায়েত মোল্লা, আন্তর্জাতিক সম্পাদক আশরাফুল ইসলাম মামুন, সহ আন্তর্জাতিক সম্পাদক আলি আহমদ, দপ্তর সম্পাদক রুহুল আমিন, সদস্য এবাদত হুসেন, সিমরান আহমদ, আব্দুর রহিম, জুনেদ আহমদ, মাহবুব আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী সাদিকুর রহমান, নাতে রাসুল (স.) পরিবেশন করেন আশরাফুল ইসলাম মামুন। আগামী তিন মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দিয়ে উপদেষ্টা নজমুল হোসেন ইউনাইটেড ইয়াং মুসলিম বার্সেলোনা, স্পেনের দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এনএ/