ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ বাহিনী
প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৩, ০৮:০৮ রাত
নিউজ ডেস্ক

এতদিন ধরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি যোদ্ধাদের আক্রমণ চালিয়েছে। তবে এবার প্রথমবারের মতো ইসরাইলের বিরুদ্ধে হামলা পরিচালনা করেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে, সিরিয়ার গোলান মালভূমি ও উত্তর ইরাকে অবস্থিত ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দখলকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইলিয়াদ অঞ্চলে প্রথম হামলাটি চালানো হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে সেখানে ইসরাইলের একটি ড্রোন ঘাটি রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, উত্তর ইরাকে অবস্থিত ইসরাইলি সরকারের অন্তর্গত একটি ‘প্রযুক্তি ও গোয়েন্দা ভবনে’ দ্বিতীয় হামলাটি চালানো হয়। এটি মূলত ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিল শহরে অবস্থিত।

সূত্র: প্রেস টিভি

এনএ/