হামাসের কাছে তছনছ হয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৩, ০২:৩৬ দুপুর
নিউজ ডেস্ক

।।জহিরুল ইসলাম।।

ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের শান্তি ও নিরাপত্তা বিভাগের অধ্যাপক পল রজার্স বলেছেন,  ইসরায়েল ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ বাহিনীর (হামাস) বিরুদ্ধে যুদ্ধে হেরে যাচ্ছে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার কখনোই তা স্বীকার করছে না।

ইসরায়েল সরকারের দাবি মিথ্যা  উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল সরকার বলছে, হামাস দুর্বল হয়ে পড়েছে। কিন্তু বাস্তবতা হলো, ইসরায়েলি বাহিনীই তছনছ হয়ে যাচ্ছে। 

রজার্স দ্য গার্ডিয়ানের একটি নিবন্ধে এই অধ্যাপক বলেন, এখন পর্যন্ত যুদ্ধে হতাহত ও ক্ষয়ক্ষতির যে সংবাদ আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছে, তা ইসরায়েলের সেনাবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত। আসল সত্য তারা প্রকাশ করছেন না।

নিবন্ধের শেষ অংশে পল রজার্স বলেন, ইসরায়েল নিজেই নিজের শত্রু। নিজ থেকেই নিজেকে রক্ষা করতে হবে। তবে এটা অনেকটা নির্ভর করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সরকারের ওপর।
সূত্র: গার্ডিয়ান