৪ দফা দাবি পেশপূর্বক নির্বাচনে যাওয়ার ঘোষণা খেলাফত আন্দোলনের
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৩, ০৮:০৪ রাত
নিউজ ডেস্ক

নির্বাচন কমিশন ও সরকারের কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানো, নির্বাচনের পূর্বেই নিরপরাধ উলামায়ে কেরামের নি:শর্ত মুক্তি এবং তাদের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুসলমান পরিচয়ে অমুসলিমদের আকীদা-বিশ্বাস পোষণকারী কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করার দাবি জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন। আজ ২৫ নভেম্বর ২০২৩ শনিবার সকাল ১০ টায় রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়ায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  আয়োজিত কালেমা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্য প্রদানকালে দলীয় প্রধান আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী এই ঘোষণা দেন।

এর আগে জামিয়া নূরিয়া ইসলামিয়ায় সকাল ৭ টা থেকে সোয়া নয়টা পর্যন্ত  বাংলাদেশ খেলাফত আন্দোলনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। মজলিসে শুরার অধিবেশনে নেতৃবৃন্দ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থার সংকট, সংকটের প্রেক্ষাপট, জ্বালাও-পোড়াও এর রাজনীতি, ইসলামবিরোধী তৎপরতা, বিদেশীদের লেজুড়বৃত্তিক রাজনীতি, গত ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করে রাখাসহ দেশীয় ও আন্তর্জাতিক সকল প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুচিন্তিত মতামত পেশ করেন। মজলিসে শুরার অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে অধিবেশনের সভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত হাফেজ্জী হুজুর রহ ১৯৮১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দল-মত,ধর্ম-বর্ণ  নির্বিশেষে সকলের প্রতি তওবার আহবান জানিয়ে রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। তিনি বলেছিলেন যেমন গুনাহ তেমন তওবা। অতীতে যারা ভোট দিয়ে জালেমদেরকে নির্বাচিত করেছে, অযোগ্য লোককে সমর্থন করে গুনাহগার হয়েছে তাদেরকে সৎ,যোগ্য ও আল্লাহভীরু লোককে ভোট দিয়ে আল্লাহর যমিনে কুরআন সুন্নাহর শাসন তথা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার শপথ নিয়ে ভোটের তওবা ভোটের মাধ্যমে করতে হবে। হযরত হাফেজ্জী হুজুর রহ.  ইসলামী হুকুমত  প্রতিষ্ঠার দাওয়াত নিয়ে নির্বাচনের মাঠে  অবতীর্ণ হওয়াকে জেহাদের অংশ মনে করতেন। তাই খেলাফত আন্দোলন  আল্লাহর উপর ভরসা করে অতীতের ন্যায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বটগাছ প্রতীক নিয়ে খেলাফত প্রতিষ্ঠার জিহাদে অংশ গ্রহন করবে, ইনশাআল্লাহ।

খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, শায়খুল হাদীস মাওলানা শেখ আজিম উদ্দীন , মাওলানা মুজিবুর রহমান হামিদী,  যুগ্ম মহাসচিব মুফতি আবদুল আজিজ, হাজী জালালুদ্দিন বকুল, মাওলানা মীর ইদরীস, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, দাওয়াত ও তাবলীগ সম্পাদক মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, প্রশিক্ষন নাজেম মাওলানা ইলিয়াছ মাদারীপুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোফাচ্ছির হোসাইন,  মুফতি আফম আকরাম হোসাইন, মাওলানা সানাউল্লাহ ফিরোজ (বরিশাল), মাওলানা আব্দুল আজীজ খোমেনী (কুমিল্লা), অধ্যক্ষ ডাক্তার নিয়ামত আলী ফকীর(গাজীপুর), মাওলানা তৌহীদুজ্জামান (যশোর), মাওলানা খন্দকার মোস্তাক আহমাদ (শরীয়তপুর),  মাওলানা জুনায়েদ আহমেদ কাটখালি (হবিগঞ্জ), মুফতি শিহাব উদ্দীন কাসেমী (গোপালগঞ্জ), মাওলানা উবায়দুল্লাহ (মুন্সীগঞ্জ), অ্যাডভোকেট জয়নাল আবেদীন বকুল (ফরিদপুর), মাওলানা রশিদুল হক বিএসসি (চট্টগ্রাম), , মাওলানা শেখ সাদী (নারায়ণগঞ্জ), মাওলানা মনিরুল ইসলাম কাসেমী (চাঁদপুর), অ্যাডভোকেট জয়নাল আবেদিন ফরিদপুর, মাওলানা আব্দুল আজিজ খোমেনী কুমিল্লা,  মুফতি আব্দুল আজিজ চট্টগ্রাম, মাওলানা আনোয়ার উল্লাহ ভূইয়া ফেনী, মাওলানা জুনায়েদ কাটখালী হবিগঞ্জ, মাওলানা আহমদ আলী ময়মনসিংহ,  মুফতী মোশাররফ হোসাইন নরসিংদী, মাওলানা গাজী ইউসুফ ফেনী, মাওলানা  জয়নাল আবেদীন ফেনী,মুফতী  শিহাব উদ্দিন কাশেমী গোপালগঞ্জ, মাওলানা তৌহিদুজ্জামান যশোর,  বীর মুক্তিযোদ্ধা কারী মাসুদুল হক কিশোরগঞ্জ, মাওলানা শেখ সাদী নারায়ণগঞ্জ, ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী,  মাওলানা হাফেজ মিজানুর রহমান ফরিদপুর, ডাক্তার নিয়ামত আলী ফকির গাজীপুর, মাওলানা ওবায়দুল্লাহ মুন্সিগঞ্জ, মাওলানা বেলাল হোসেন নোয়াখালী, মাওলানা আরিফ বিল্লাহ হবিগঞ্জ, মাওলানা ইসমাইল ভাঁওয়ারী নরসিংদী, মাওলানা হাফিজুর রহমান সরদার গাইবান্ধা, মাওলানা মুজাহিরুল ইসলাম চট্টগ্রাম, মাওলানা মাহমুদুল হাসান শরীয়তপুর, মাওলানা শহিদুল হক গাইবান্ধা, মাওলানা আব্দুল লতিফ সিরাজী পিরোজপুর, একে এম বিন কাসেম চৌধুরী, মাওলানা ক্বারী  বেলাল হোসেন জামালপুর, মাওলানা আব্দুল কুদ্দুস নড়াইল, মাওলানা সিরাজুল ইসলাম হবিগঞ্জ, মাওলানা রশিদুল হক বিএসসি চট্টগ্রাম, মাওলানা আবুল হাসান কাসেম পিরোজপুর, ইঞ্জিনিয়ার তাহের উদ্দিন ময়মনসিংহ, মাওলানা মামুনুর রশিদ,মাওলানা সাইফুল ইসলাম জামালী, মাওলানা সানাউল্লাহ ফিরোজ বরিশাল, মাওলানা আতিকুল ইসলাম প্রমুখ।

এনএ/