ইরাকে মার্কিন ঘাঁটিতে আবারো ড্রোন হামলা: রিপোর্ট
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৩, ০২:৪৮ দুপুর
নিউজ ডেস্ক

গাজা যুদ্ধে ইসরায়েল সমর্থন ও সহযোগিতার জেরে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আবারো জোড়া ড্রোন হামলা চালিয়েছে দেশটির ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী। আল-হারির নামের মার্কিন ঘাঁটিটি ইরাকের কুর্দিস্তান এলাকায় অবস্থিত।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

তারা জানায়, উত্তরাঞ্চলীয় ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর ৪৫ কিলোমিটার দূরে অবস্থতি ওই ঘাঁটিতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।  ড্রোন দুটি সরাসরি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। 
গোষ্ঠীটি আরো জানায়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের রক্তক্ষয়ী সামরিক অভিযানে মার্কিন সমর্থনের প্রতিশোধ নেওয়ার জন্য এই হামলা করা হয়েছে।

তবে এই জোড়া ড্রোন হামলায় মার্কিন সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। সূত্র: প্রেসটিভি

এনএ/