গাজায় দীর্ঘ যুদ্ধ নিয়ে সতর্ক করলেন যুক্তরাষ্ট্র
প্রকাশ: ০৯ নভেম্বর, ২০২৩, ০৬:০১ বিকাল
নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ সামরিক উপদেষ্টা বলেছেন, গাজায় যুদ্ধের দ্রুত সমাধান বেসামরিক সংঘাত কমাতে সহায়তা করতে পারে। অন্যথায় ফিলিস্তিনি জনগণ হামাসের দলে যোগ দিতে উদ্বুদ্ধ হতে পারে।

জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস কিউ ব্রাউন বলেছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের লক্ষ্য ছিল হামাসকে পুরোপুরি ধ্বংস করা। 

তিনি আরও বলেন, ইসরায়েল হামাসের জ্যেষ্ঠ নেতৃত্বকে টার্গেট করার দিকে মনোনিবেশ করেছে, যা আরও দ্রুত অর্জন করা যেতে পারে।
বৃহস্পতিবার জাপানে পৌঁছানোর আগে ব্রাউন সাংবাদিকদের বলেন, আমি মনে করি এটি যত দীর্ঘ হবে তত কঠিন হয়ে উঠতে পারে।

এনএ/