গাজায় স্থল অভিযান নিয়ে ইসরায়েলকে সতর্ক করলো সৌদি আরব
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৩, ০৩:১৯ দুপুর
নিউজ ডেস্ক

গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো স্থল অভিযানের বিষয়ে সতর্ক করেছে সৌদ আরব। বেসামরিক ফিলিস্তিনিদের জীবনকে হুমকির মুখে রেখে চালানো এ অভিযানকে আন্তর্জাতিক আইনের ‘অযৌক্তিক লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে রিয়াদ। খবর আরব নিউজ।

গত শুক্রবার রাতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, টানা দুই রাত ট্যাংক নিয়ে অভিযান চালানোর পর ইসরায়েলি বাহিনী স্থল অভিযানের আওতা বাড়াচ্ছে। তার এ ঘোষণার পরই ইসরায়েলকে সতর্ক করলো সৌদি আরব।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের অভিযান ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য হুমকি তৈরি করে। তাই ইসরায়েলের চালানো যেকোনো ধরনের স্থল অভিযানের নিন্দা জানাচ্ছে সৌদি আরব। 

বিবৃতিতে বলা হয়, ‘অবিলম্বে এ সামরিক অভিযান বন্ধ এবং ত্রাণ সংস্থাগুলো যেন বেসামরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে পারে, তা নিশ্চিতে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে সৌদি আরব।’

গতকাল শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জর্ডান, মরক্কো ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

এদিকে হামাসকে নিশ্চিহ্ন করতে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। বিশ্ব যোগাযোগ ব্যবস্থা থেকেও গাজাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। 

সুত্র: আরব নিউজ

এনএ/