কয়েক ঘণ্টার মধ্যেই আঘাত হানতে পারে ‘হামুন’
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৩, ০৪:২১ দুপুর
নিউজ ডেস্ক

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি আজ মঙ্গলবার রাত ১০টার দিকে স্থলভাগ স্পর্শ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

আজ দুপুর ৩টার দিকে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আজ মঙ্গলবার রাত ১০টায় স্থলভাগ স্পর্শ করতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সময়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্র স্থলভাগ অতিক্রম করতে পারে।’
তিনি আরো জানান, সবমিলিয়ে এটি ৩-৫ ঘণ্টা স্থলভাগে অবস্থান করতে পারে। আঘাতের সময় বাতাসের গতিবেগ ৭৫ থেকে ৯০ কিলোমিটার থাকতে পারে।

কেএল/