প্রত্যেক মহল্লায় শুদ্ধভাবে কুরআন শিক্ষার মক্তব থাকা প্রয়োজন : সাইয়্যেদ হাসান মাদানী
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৩, ০৩:৪৮ দুপুর
নিউজ ডেস্ক

কুমিল্লার কোর্টবাড়ি রোডে অবস্থিত ইক্বরা মা’হাদুল হক মুজাফ্ফরুল উলুম মাদরাসার নূরানী বিভাগের ছাত্রদের কুরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সবক প্রদান করেন রাসুল সা. এর ৩৪তম বংশধর সাইয়েদ হাসান মাদানী।

সবক প্রদান অনুষ্ঠানের আলোচনায় হজরত মাদানী প্রত্যেক মহল্লায় এবং কয়েক ঘর পর পর সহিহ শুদ্ধভাবে কুরআনুল কারীমের মক্তব থাকা প্রয়োজনীয়তা তুলে ধরেন। 

আলোচনার পর তিনি মা’হাদের প্রতিষ্ঠাতা ও রাজধানীর ঐতিহ্যবাহী শাহজাহানপুর রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতী সুলতান আহমদ জাফরিসহ যারা পরিশ্রম করে বাচ্চাদের কুরআনুল কারীমের এ মহৎ কাজ পরিচালনা করছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করেন।

অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বেলাল একাডেমির মুহতামিম মুফতী শামসুল আরেফীন সাদী, কুমিল্লা কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী আবুল হাসান রাজাপুরী, মাদ্রাসায়ে আশরাফিয়ার মুহতামিম মুফতী জিলানী, শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী রহ: এর সুযোগ্য সন্তান হাফেজ মাওলানা জামিল আহমাদ, মাওলানা মোশাররফ হোসেন, মুফতী আব্দুল আওয়াল, বলারামপুর কেন্দ্রীয় মসজিদের সভাপতি আলহাজ্ব শাহ আলম, কোর্টবাড়ি বার্ড কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন, সুধন্যপুর মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান, রাণীর বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হাশেম, কুমিল্লা জেলা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক পরিষদের সভাপতি আলহাজ্ব মোস্তফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কেএল/