ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৩, ০৭:৫৯ সকাল
নিউজ ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে অধিকতর কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। তারা বলেছে, সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে যথাযথ পর্যবেক্ষণ করে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর-উত্তম, সাবের হোসেন চৌধুরী ও আদিবা আনজুম মিতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআই/