প্রতারণা এড়াতে ওমরাহ যাত্রীদের সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৩, ০৭:৩২ সকাল
নিউজ ডেস্ক

প্রতারণার বিষয়ে ওমরা যাত্রীদের সতর্ক করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ‘হাজী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের’ প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য ওমরা যাত্রীদের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ও ওমরা যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কতিপয় অসাধু চক্র হাজী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে গ্রুপ খুলে ওমরা যাত্রীদের কিস্তিতে কয়েকবার টাকা নিয়ে ওমরায় পাঠাবে মর্মে প্রলুব্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করছে। হাজী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে কোনো হজ ও ওমরা এজেন্সি নেই। তাই এ ধরনের চক্রের সদস্য/প্রতিনিধিদের কাছ থেকে সর্বসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। একইসঙ্গে এ ধরনের ব্যক্তিদের বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানানোর জন্যও অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

এমআই/