
| 	
        
			
							
			
			  যানবাহনে আরোহণে যে দোয়া পড়বেন  
			
			
	
			
										প্রকাশ:
										১১ অক্টোবর, ২০২৩,  ১১:৫২ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 দোয়া : ১ - سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ অর্থ : মহান আল্লাহর পবিত্রতা যিনি একে (বাহন) আমাদের অধীন করে দিয়েছেন, অথচ আমরা একে অধীন করতে সক্ষম ছিলাম না। আমরা আমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তনকারী। দলিল হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত। নবীজি সা. যখন সফরে বের হয়ে হতেন, সাওয়ারির ওপর পা রেখে তিনবার তাকবির (আল্লাহু আকবার) বলতেন। তারপর এই দোয়া পড়তেন। সূত্র : সহিহ মুসলিম, হাদিস : ১৩৪২ দোয়া : ২ – بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ অর্থ : আল্লাহর নামে, আল্লাহ তাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই। দলীল হযরত আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসুল সা. বলেছেন, “যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে, ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ তবে তাকে বলা হয় (আল্লাহ তাআলাই) তোমার জন্য যথেষ্ট,। তুমি হেফাজত অবলম্বন করেছ (অনিষ্ট থেকে)। তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়। তিরমিজি, হাদিস : ৩৪২৬ এম আই/ 
  |