
| 	
        
			
							
			
			  সিলেট গোলাপগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত   
			
			
	
			
										প্রকাশ:
										০৭ অক্টোবর, ২০২৩,  ০২:৫৪ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 কে.এম. সুহেল আহমদ : মানসম্মত শিক্ষার জন্য শিক্ষক- সেই প্রতিপাদ্যকে সামনে রেখে  সেই ধারাবাহিকতায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে ৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টার সময় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 প্রধান অতিথির বক্তব্য দেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি, বিশেষ অতিথির বক্তব্য দেন হাজী আব্দুস শহিদ মহিলা দাখিল মাদ্রাসার  অধ্যক্ষ শফিকুল ইসলাম,  সুনীল চন্দ্র দাস, অসীম চন্দ্র পাল ও সুজিত কুমার তালুকদার  প্রমূখ।এসময় গোলাপগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী,স্কাউট ও সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হুআ/  |