পায়ে হেঁটে হজ করতে যাওয়া আলিফ এখন ভারতে
প্রকাশ:
১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৪৫ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশে বের হওয়া কুমিল্লার যুবক আলিফ মাহমুদ (২৫) যশোরের বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করেছেন। মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) সকাল ১০টায় তিনি বেনাপোল ও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে দেশটিতে প্রবেশ করেন। বেনাপোল স্থলবন্দর আর্মড ব্যাটালিয়ন ক্যাম্পের ইন্সেপেক্টর মনিরুজ্জামান জানান, আলিফ মাহমুদকে বন্দরে পাসপোর্টের কার্যক্রমে নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হয়েছে। সে জানিয়েছিল ভারত হয়ে পায়ে হেঁটে হজের উদ্দেশে মক্কা শরীফে যাবেন। এর আগে, আলিফ মাহমুদ বেনাপোল সীমান্তে পৌঁছালে তাকে এক নজর দেখতে ও সেলফিতে স্মৃতির পাতায় ধরে রাখতে উৎসুক জনতা ভিড় জমায়। মক্কায় পৌঁছাতে তাকে প্রথমে ভারত হয়ে পাকিস্তান পরে ইরান, ইরাক, কুয়েতসহ ৬টি দেশ পাড়ি দিতে হবে। গত ৮ জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে রওনা দেয় আলিফ মাহামুদ। এর পর পররাষ্ট মন্ত্রণালয়ের অনুমতি পেতে ৬৪ দিন পার হয়ে যায়। অবশেষে অনুমতি না পেয়ে সৃষ্টিকর্তার ওপর ভরসা নিয়ে বৈধ পাসপোর্ট ভিসায় গত ১৪ সেপ্টেম্বর ঢাকা থেকে রওনা দিয়ে ১৮ সেপ্টেম্বর রাতে বেনাপোল পৌঁছান। ১৯ সেপ্টেম্বর বেনাপোল বন্দর হয়ে ভারতে ঢুকেন। আগামী ২০২৪ সালে অনুষ্ঠেয় হজ পালনের উদ্দেশ্যে তার এই সফর। ভারতসহ ৬টি দেশের মাটিতে হেঁটে আগামী হজ মৌসুমের আগেই আলিফের মক্কায় পৌঁছানোর ইচ্ছা। তার এই সফরের দূরত্ব ৭ হাজার ৮১০ কিলোমিটারের বেশি। আরএম/ |