পাকিস্তানে ৩-৪ মাসের মধ্যে নির্বাচন: তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:২৮ রাত
নিউজ ডেস্ক

পাকিস্তানে আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে নির্বাচনের তারিখ নিয়ে কথা বলেন তিনি।

এদিন (৬ সেপ্টেম্বর) স্থানীয় এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন আনোয়ারুল হক কাকার। এ সময় নির্বাচনের সময়সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে তিনি ‘নিশ্চিত’।

আনোয়ারুল হক বলেন, বিদ্যমান আইনি ব্যবস্থা অনুযায়ী তিন থেকে চার মাসের মধ্যে তারা নির্বাচনি প্রক্রিয়া শুরু করতে পারবেন। তার কথায়, ‘আমি মনে করি, কয়েক মাসের মধ্যে..এই কয়েক মাস হতে পারে তিন বা সাড়ে তিন বা চার মাস...এমনটাই লাগবে...এই সময়ের মধ্যে আমরা নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকে যাব।’

চার মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল হক বলেন, ‘আমি শুধুমাত্র আশাবাদীই নই, আমি নিশ্চিত।’

তিনি আরও বলেন, সীমিত সময়ের বিষয়টি বিবেচনা করে তার সরকার একটি ভিত্তি প্রতিষ্ঠায় নির্দিষ্ট কিছু নীতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। যে ভিত্তির ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ সরকার দেশকে সামনে এগিয়ে নিতে পারে।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেন, ‘মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নির্বাচনে উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট তার দায়িত্ব পালন করে যেতে পারবেন। তবে প্রেসিডেন্ট স্বেচ্ছায় পদত্যাগ করলে সিনেট চেয়ারম্যান ওই পদে দায়িত্ব পালন করতে পারবেন।’

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

টিএ/