মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫

শিরোনাম :

লাগামহীন দ্রব্যমূল্য নিয়ে মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিন্নরকম পোস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: রোজার আভাস পেলেই আমাদের দেশে পণ্যের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। ১০ টাকা হালি লেবু এখন ১০০ টাকা। বাজারের প্রায় পণ্যই বলা যায় লাগাম ছাড়া। গরিবের খাবার ব্রয়লার মুরগি ট্রিপল সেঞ্চুরি হাকানোর অপেক্ষায়। অথচ বিভিন্ন দেশে রমজান এলে পণ্যের দাম কমিয়ে দেয় ব্যবসায়ীরা। এমনকি এক এলকোহল কোম্পানি রমজানে তাদের পণ্যে ছাড় দিয়েছে প্রায় দেড় হাজার টাকা। তাদের দেয়া এই অফারের পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হয় আলোচনা-সমালোচনা।

সেই পোস্ট নিয়ে এবার নিজের মতামত ব্যক্ত করে ফেসবুকে এক স্টেটাস দিয়েছেন ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। এলকোহল কোম্পানির ছাড়ের ছবিটি ব্লার করে পোস্ট দিয়ে তার ক্যাপশনে তিনি লিখেন, ‘এটা শুধুমাত্র কোন হারাম পানীয়-এর বিজ্ঞাপণ নয়, এটা আমাদের হালাল পণ্যের কিছু কিছু ব্যবসায়ী ভাইদের জন্য এক লজ্জাজনক উদাহরণ।’

একই পোস্টের পিন কমেন্টে তিনি লিখেন, ‘পবিত্র মাসে হারাম পণ্যের অফার চলে… অথচ হালাল পণ্যের ব্যবসায়ীরা হালাল পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় ব্যস্ত। আফসোস!’

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ