বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীতাকুণ্ডের ছোট কুমিরায় নেমসন কন্টেইনার ডিপোর সামনে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, নেমসন কনটেইনার ডিপো কর্তৃপক্ষ’র গুদামে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। বান্ডিল আকারে রাখা পুড়ে যাওয়া তুলা ইউনিটেক্স লিমিটেডের আমদানি করা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল দশটা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে গেছে। কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা এর আগে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তুলার আগুন নেভাতে অনেক সময় লাগে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে দেরি হচ্ছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, 'একটি সুতার কারখানার তুলার গুদামে আগুন লাগার সংবাদ পেয়েছি। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আছেন।'

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ