
‘রোজায় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে নাভিশ্বাস উঠেছে’
আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর… ...
শাহিনুর মিয়া ।। সুতরাং কীসের অপেক্ষায় আছ? যদি নেক আমল করতে চাও, মুসলমান হিসেবে জীবন যাপন করতে চাও, তবে কীসের এত অপেক্ষা?
যে আমলটি করতে চাও, এখনই করে নাও। মহানবী সা.-এর হাদীসের উপর আমল করছি কিনা, এ আত্মজিজ্ঞাসা আজ আমাদের সকলকেই করা উচিত।
নেক আমল করার ইচ্ছা আমাদের মনে রাত-দিন জাগে, অন্যদিকে শয়তান আমাদেরকে এই ধোঁকা দিয়ে যাচ্ছে যে, এখনো তো জীবনের অনেক সময় বাকি।
এখনো তো যুবক, অর্ধেক বয়স তো এখনো পার করেনি। একটু বুড়ো হলেই পরে নেক আমল শুরু করবো, (এগুলো সব শয়তানের ধোঁকা।)
মহানবী সা. একজন দক্ষ ডাক্তার। আমাদের শিরা-উপশিরা সম্পর্কে তিনি পুরোপুরি ওয়াকিবহাল। তিনি ভালো করেই জানতেন যে, শয়তান আমার উম্মতকে এভাবে ধোঁকা দেবে।
এজন্য ইরশাদ করেছেন, তাড়াতাড়ি করো, যেসব নেক কাজের কথা শুনতে পাচ্ছ- সেগুলো এখনই আমল শুরু করে দাও। আগামীর জন্য অপেক্ষা করো না।
কারণ, জানা নেই, আগামীকালের ফেতনা তোমাকে কোথায় নিক্ষেপ করবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমীন!
সূত্র: ইসলাহী খুতুবাহ
-এটি