fbpx
           
       
           
       
পর্দানশীন মুসলিম নারীদের জন্য চাকরির দরজা বন্ধ হচ্ছে ইউরোপে
আগস্ট ১৫, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ

হামযাহ আল মাহদী।।

হিজাব পরা মুসলিম নারীদের জন্য ইউরোপে চাকরির দরজা বন্ধ হয়ে যাচ্ছে। ইউরোপের তিনটি বড় বিশ্ববিদ্যালয়ের ফিল্ড জরিপে এ বিষয়টি ওঠে এসেছে। হিজাব পরা নারীদের চাকরির আবেদন গ্রহণ করা হচ্ছে না।

তাদের আবেদন গ্রহণও করছে না অনেক বড় বড় কোম্পানি।

জানা যায়, ইউরোপে মুসলিম সংখ্যালঘুদের প্রতি বৈষম্য বাড়ছে, হিজাব পরা মুসলিম নারীদের মার্কেট ও রাস্তায় হয়রানির ঘটনা বাড়ছে।

সূত্র: হিন্দুস্তান উর্দু টাইমস

-এটি

সর্বশেষ সব সংবাদ