বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


অনুভূতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমজাদ হোসেন।।

তোমার চোখে শ্রাবণ ফুরোলে বোলো,
ভদ্র হয়ে ভাদ্রের অপেক্ষায়, এলোমেলো
ঝড়ের আঘাতে অনুভূতি সকল
গুছিয়ে বসতেই জানি তার দখল
সমস্ত ফাগুন জুড়ে রবে তোমার।
মাঝে পৌষ-মাঘ রসদ যোগাবার
আয়োজন সেরে দিব্যি আগুন জ্বালাবে
চৈত্র অবধি। গ্রীষ্মের তাপদাহে বিমর্ষ হয়ে
শ্রাবণের ধারায় অবিচল ধরা দেবে।
সেদিন তুমি আবারো অভিমানী হবে।
কালবোশেখী যে দাগ কেটে গেলো
সে কি আষাঢ়ে ভোলানো যায়!
তবু সেসব চাপে ভুলে থাকি
সোনালী দিনেও যে ব্যস্ত গোছাবায়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ