বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


জামিয়াতুল উস্তাযের উদ্যোগে নেত্রকোণায় শুরু হচ্ছে দিনব্যাপী আরবি ভাষা কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আরবি ভাষা ও সাহিত্য চর্চার স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকা এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী আরবি ভাষা কর্মশালা।

আগামী ১৩ জুলাই (বুধবার) নেত্রকোণার মোহনগঞ্জে অবস্থিত জামিয়া মাদানিয়া নওহাল মাদরাসায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ কর্মশালা।

কোর্স বিষয়ে জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকা এর পরিচালক শায়েখ শফিকুল ইসলাম ইমদাদি রাহাত বলেন, ধীরে ধীরে আমরা দেশের বিভিন্ন জেলায় এ কর্মশালা চলমান রাখবো। আরবি ভাষার মুগ্ধতা ছড়িয়ে তালিবুল ইলমদেরকে এ ভাষার প্রতি আকৃষ্ট করায় আমাদের উদ্দেশ্য।

কর্মশালায় যেসব বিষয় চর্চা হবে:

  • আরবি ভাষায় শিক্ষার্থীরা দুর্বল কেন?
  • মৌলিক দুর্বলতাগুলো কী কী?
  • দুর্বলতা দূর করার পথ ও পন্থা।
  • নাহব-সরফের দুর্বলতা আরবির দুর্বলতার জন্য কতটুকু দায়ী।
  • আরবি শেখার বাস্তবিক কিছু অনুশীলন।

মাওলানা কামাল আল-হাদীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ কর্মশালায় তারবিয়াতি আলোচনা করবেন মুফতি মাজহারুল হক কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি আমীর আহমাদ, মাওলানা মাসুম আহমাদ।

কর্মশালার আলোচকবৃন্দ: শায়েখ শফিকুল ইসলাম ইমদাদি রাহাত, পরিচালক, জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকা। মাওলানা জুনাইদ আহমদ কচুয়ারচর, মোহনগঞ্জ। মুফতি জুনাইদ আহমাদ মার্কাজ, মোহনগঞ্জ।

বিশেষ আকর্ষণ: কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে শায়েখ শফিকুল ইসলাম ইমদাদি রাহাত লিখিত বিভিন্ন বই হাদিয়া দেয়া হবে। তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। কল করুন- 01784139259, 01972324968, 01754528028, 01853515815 নাম্বারে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ