
পুলিশকে আরও জনবান্ধব করতে আসছে আইন : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশের উন্নয়ন এবং তাদের যুগোপযোগী করতে আরও… ...
আওয়ার ইসলাম ডেস্ক: সীতাকুন্ড বিস্ফোরণে নিহতদের মাগফিরাত ও আহতদের আশু সুস্হতা কামনায় দোয়া মাহফিলের আয়ােজন করেছে আল নূর কালচারাল কাতার।
গতকাল (১০ জুন) শুক্রবার বাদ জুমা দোহা জাদিদের ইবনে হাজম জামে মসজিদে আল নূর গবেষণা ও প্রকাশনা পরিচালক অধ্যাপক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাতারস্হ বাংলাদেশ দূতাবাসের মিনিষ্টার ড, মুস্তাফিজুর রহমান।
প্রধান আলোচক হাফেজ মাওলানা ইউসুফ নূর বলেন, পরলোকগত ভাইদের মাগফিরাতের জন্য দোয়া করা প্রত্যেক মুমিনের কর্তব্য। এটা মুসলিম হিসেবে তাদের পাওনা। এই পাওনা আদায়ে সচেষ্ট থাকলে মৃত্যুর পরে নিজেও নি:সন্দেহে দোয়ার হকদার হবেন এতে সন্দেহ নেই।
বিশেষ অতিথি ছিলেন এরাবিয়ান এক্সচেঞ্জের ব্যবস্হাপক নূরুল কবীর চৌধুরী। ইসলামী আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন কাতার ধর্মমন্ত্রণালয়ের খতিব ও ওয়াইজ, আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা ইউসুফ নূর। উপস্হিত ছিলেন আল নূর সেন্টারের অর্থ সম্পাদক সালেহ নূরুন্নবী, নির্বাহী সদস্য হাফেজ মাওলানা তানভীর আহমদ, মাওলানা কারী ইবরাহিম, হাফেজ মুস্তাফিজুর রহমান ,গিয়াসুদ্দিন আকোন ও দাবির আকোন প্রমুখ।
-এটি