fbpx
           
       
           
       
মিরপুরের দারুল উলুম ঢাকায় উলুমুল হাদিস বিভাগে ভর্তি চলছে
মে ১২, ২০২২ ১২:০২ অপরাহ্ণ

বেলায়েত হুসাইন।।

রাজধানী ঢাকার মিরপুর-১৩ এর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম ঢাকায় উচ্চতর হাদিস গবেষণা অনুষদ ‘উলুমুল হাদিস বিভাগে’ ভর্তি চলছে।

বৃহস্পতিবার (১০ শাওয়াল) ১৪৪৩-৪৪ হিজরি মুতাবিক ২০২২-২৩ ঈসাব্দ শিক্ষাবর্ষের জন্য সীমিত কোটায় ছাত্র ভর্তি শুরু হয়েছে।

দাওরায়ে হাদিসে মুমতাজ শিক্ষার্থীরা ‘ফাতহুল বারী-১ম খণ্ড ও নুখবাতুল ফিকারে’র লিখিত এবং উন্মুক্ত বিষয়ে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দারুল উলুম ঢাকায় ভর্তি হতে পারবেন।

যোগাযোগ: ৪৮০৩২৮২১, ০১৭১৫-৯৬৩৩৫০ (মুহতামিম)

সর্বশেষ সব সংবাদ