
দাওরায়ে হাদীস পরীক্ষার রুটিন প্রকাশ
আওয়ার ইসলাম ডেস্ক: ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’… ...
আওয়ার ইসলাম ডেস্ক: মারকাযুল কুরআনি ওয়াসসুন্নাহ ঢাকা এর তত্ত্বাবধানে একটি নতুন তাখাসসুস ফী উলূমিল হাদীস বিভাগের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা এর সুযোগ্য মুহাদ্দিস, বায়তুল আযীয জামে মসজিদ উলন এর খতীব এবং দলিলসহ নামাযের মাসায়েল ও তিরমিযী শরীফের আরবী ভাষ্যগ্রন্থ কিফায়াতুল মুগতাযী এর লেখক হযরত মাওলানা আব্দুল মতিন এর তত্ত্বাবধানে দুই বছর মেয়াদী তাখাসসুস ফী উলূমিল হাদীস বিভাগের শুভ সূচনা হতে যাচ্ছে।
ভর্তি তথ্য:
ফরম সংগ্রহ ও ভর্তি পরীক্ষা: ৯ মে সোমবার সকাল নয়টা থেকে যোহর পর্যন্ত। ভর্তিফলাফল ও ভর্তি: ১০ মে মঙ্গলবার বেলা নয়টা থেকে।
যোগাযোগ: ০১৭৪০৮৫০০৫৬, ০১৬৭৩৯০৩৯১০।
যাতায়াত: রামপুরা বাজার নেমে পশ্চিম রামপুরা, উলন বাজার মসজিদের পরে বায়তুল আযীয জামে মসজিদ সংলগ্ন।
-এটি