শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বেফাক পরীক্ষায় ‘শরহে বেকায়া’ জামাতে বালক শাখায় ১ম ২য় ৩য় যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাশের হার ৭৩.৮৮%।

আজ ৩০ এপ্রিল শনিবার (২৮ রমযান) বেলা ৩টায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে বেফাকের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের বোর্ডের পক্ষ থেকে বেফাকের সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফল সভাপতির অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ বছর কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২,২৫,৬৩১ জন, তন্মধ্যে ছাত্র ১,০২,৭২৭ জন এবং ছাত্রী ১,২২,৯০৪ জন। সর্বমোট উর্ত্তীণ পরীক্ষার্থী সংখ্যা ১,৬৬,৬৯১ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাঝে, মুমতায (স্টার মার্ক) ৩৩,৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ৩৭,৬৬৫ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৪০,৯০৭ জন, মাকবুল (৩য় বিভাগ) ৫৪,৬৮৩ জন।

বোর্ডটির ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে সানাবিয়া উলইয়া ছাত্ররা। মেধা তালিকায় ১ম হয়েছেন জামিয়াতুল আশরাফ ঢাকা নয়ানগর যাত্রাবাড়ীর আহমাদ জারীর রোল নং ১০৫৮১৬ (প্রাপ্ত নম্বর ৬৮০)।

২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ২ জন, নারায়ণগঞ্জ জেলার জামিয়া রাব্বানীয়া আরাবিয়া সিদ্ধিরগঞ্জের মোঃ সিফাতুল্লাহ, ফেনী জেলার রামিয়া রশিদিয়া লক্ষীপুরের আম্মার (তাদের প্রাপ্ত নম্বর, ৬৭৮)

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ২ জন, ঢাকা জেলার জামিয়া রাহমানিয়া আজিজিয়া বছিলা মুহাম্মদপুরের মোঃ রায়হান খান ও মারকাজুল কুরআন ঢাকা মাস্টারপাড়া উত্তরখানের আল শাহরিয়া। (তাদের প্রাপ্ত নম্বর, ৬৭৫)

উল্লেখ্য, পরীক্ষার ফলাফল বোর্ডটির নিজস্ব ওয়েবসাইট www.wifaqresult.com এ পাওয়া যাবে এবং পিডিএফ আকারে পাওয়া যাবে www.wifaqbd.org এবং বেফাকের ভেরিফাইড ফেইসবুক পেইজে।

প্রসঙ্গত, গত ৯ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সারা দেশে একযোগে সর্বমোট ১২৯৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ