বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


বেফাক পরীক্ষায় ‘ইবতেদাইয়্যাহ’ জামাতে বালক শাখায় ১ম ২য় ৩য় যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাশের হার ৭৩.৮৮%।

আজ ৩০ এপ্রিল শনিবার (২৮ রমযান) বেলা ৩টায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে বেফাকের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের বোর্ডের পক্ষ থেকে বেফাকের সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফল সভাপতির অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ বছর কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২,২৫,৬৩১ জন, তন্মধ্যে ছাত্র ১,০২,৭২৭ জন এবং ছাত্রী ১,২২,৯০৪ জন। সর্বমোট উর্ত্তীণ পরীক্ষার্থী সংখ্যা ১,৬৬,৬৯১ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাঝে, মুমতায (স্টার মার্ক) ৩৩,৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ৩৭,৬৬৫ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৪০,৯০৭ জন, মাকবুল (৩য় বিভাগ) ৫৪,৬৮৩ জন।

এদিকে বোর্ডটির ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে ইবতেদাইয়্যাহ জামাতের ছাত্ররা। এ জামাতে ১ম স্থান  অধিকার করেছেন যৌথভাবে ৫ জন, জামিয়াতুস সুন্নাহ দক্ষিণকান্দি শিবচর মাদারীপুরের রিয়াজুল ইসলাম, জামিয়া ইমদাদিয়া আরাবিয়া শেখেরচর নরসিংদীর মোঃ আজাদুর রহমান খান, জামিয়া রাহমানিয়া সওতুল হেরা টঙ্গী মাদরাসার মুহাঃ শামীম হুসাইন, জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম জাফরাবাদ চাঁদপুরের সুলাইমান কাজী, আল জামিয়াতুল ইসলামিয়া দরগাবড়ী মাদরাসা নরসিংদীর কাউসার ভূঁইয়া, (তাদের প্রাপ্ত নম্বর, ৫৯১)

২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৮ জন, নেত্রকোনা জেলার আশরাফুল উলুম মাদরাসার সুতারপুরের মুহাঃ দিদারুল ইসলাম, ঢাকা জেলার বালুর চর ফজলুল উলুম খাদেমুল ইসলাম, কেরাণীগঞ্জ মো: আমজাদ হোসেন, গাজীপুর জেলার জামিয়া ইমদাদিয়া মাদরাসা ও এতিমখানা, নীলেরপাড়া মাদরাসার মো: আলআমীন সরকার, মাদরীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ দক্ষিণকান্দী শিবচরের রিফাত খাঁন, একই মাদরাসার জুনায়েদ আহমেদ খান, নরসিংদী জেলার জামিয়া ইসলামিয়া আরাবিয়া শেখেরচর মাদরাসার মাহদী হাসান একই মাদরাসার সাঈদুল হাসান, ঢাকা জেলার জামিয়া আরাবিয়া হাজী ইউনুস (কওমি) মাদরাসা, পোকার বাজার এর মো: ইয়াকুব হুসাইন (তাদের প্রাপ্ত নম্বর ৫৮৯)

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৭ জন, ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মোহাম্মদপুর মো: রিফাত হাসান খান, চাঁদপুর জেলার জামিয়া কোরআনিয়া ইমদাদুল উলুম, ফুলছোঁয়া মাদরাসার মোহা: তাওহিদুল ইসলাম, মাদরীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ দক্ষিণকান্দী শিবচরের শাহ আলম মাতুব্বর, একই মাদরাসার শাহাদাত হুসাইন শাওকাত, ঢাকা জেলার জামিয়াতুন নুর আল কাসেমিয়া উত্তরা ঢাকা এর এস এম আরিফ হোসেন মারুফ, নারায়ণগঞ্জ জেলার ইসলাহুল উম্মাহ মাদরাসা, আদমজি, সিদ্ধিরগঞ্জ মাদরাসার মো: ওবায়দুল্লাহ, খুলনা জেলার মাদরাসায়ে ইমাম আবু হানিফা, পূর্ব বানিয়া খামার মাদরাসার মুহাম্মদ আলী গালিব (তাদের প্রাপ্ত নম্বর ৫৮৮)

উল্লেখ্য, পরীক্ষার ফলাফল বোর্ডটির নিজস্ব ওয়েবসাইট www.wifaqresult.com এ পাওয়া যাবে এবং পিডিএফ আকারে পাওয়া যাবে www.wifaqbd.org এবং বেফাকের ভেরিফাইড ফেইসবুক পেইজে।

প্রসঙ্গত, গত ৯ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সারা দেশে একযোগে সর্বমোট ১২৯৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ